পাবনা প্রতিনিধি : ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি বলেছেন, বাংলাদেশ ভারতের অন্যতম বন্ধুপ্রতিম রাষ্ট্র। বাংলাদেশের জনগণের জন্য ভারতীয় ভিসাপ্রক্রিয়া সহজতর করা হচ্ছে। ইতোমধ্যেই রাজশাহীর বাইরে উত্তরবঙ্গের রংপুর, ঠাকুরগাঁ এবং বগুড়াতে ভারতীয় ভিসা সেন্টার সেবাদান শুরু করেছে। সঠিক কাগজপত্র থাকলে দ্রুততম সময়ের মধ্যে ভিসা প্রদান করা এসব ভিসা সেন্টারের মূল কাজ।
শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবে পাবনার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় পাবনা প্রেসক্লাব সভাপতি শিবজিত নাগ, সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, প্রবীণ সাংবাদিক রণেশ মৈত্র, আব্দুল মতীন খান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক কাজী মাহবুর মোর্শেদ বাবলা, বাংলাদেশ পোস্ট পাবনা জেলা প্রতিনিধি কানু সান্যাল প্রমুখ উপস্থিত ছিলেন।