ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া পৌরশহর থেকে কালিবাড়ি-উত্তরসারুটিয়া ওয়াপদাবাঁধ হয়ে চকমহিষহাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক। একাধিকবার সড়কটির সংষ্কার কাজ হলেও তা বেশিদিন টিকেনি। বর্তমানে সড়কটির পিচ ওঠে খানা-খন্দের সৃষ্টি হয়েছে।
ফলে সড়কটি দিয়ে মানুষসহ যানচলাচলে মারাত্মক বিঘœ ঘটছে। সড়কের খানা-খন্দে যানবাহন আটকে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় নানা দূর্ঘটনা। এ সড়কটি দিয়ে প্রতিদিনই পৌর শহরের কালিবাড়ী বাজার, সারুটিয়া ওয়াপদাবাঁধ বাজার ও মন্ডাতোষ ইউনিয়নের অধিবাসীগণ নিয়মিত যাতায়াত করে।
সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায় সড়কটির বেহালদশা, উত্তর সারুটিয়া জামে উল উলুম মাদ্রাসার কাছে সড়কের গর্তে পড়ে একটি পণ্যবাহী নছিমন গাড়ি উল্টে পড়ে আছে। চালক আলমগীর হোসেন জানান, ‘ঈশ্বরদী থেকে ধানের কুড়ো বোঝাই করে সে অষ্টমনিষা যাচ্ছিল। রাস্তা খারাপের কারণে চাটমোহর থেকে সরাসরি অষ্টমনিষায় না গিয়ে ঘুরে যাচ্ছিল তবুুও ভাঙ্গার কারণে গাড়িটি উল্টে গেল’। এরকম ঘটনা প্রায় নিত্যদিনের। ভোগান্তি নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তাটির সংস্কার চান এলাকাবাসি ।
এ ব্যাপারে জানতে চাইলে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, ‘রাস্তাটি সংষ্কারের জন্য বরাদ্দ পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোর আওতায় পৌরসভা থেকে সড়কটির সংষ্কার কাজ করা হবে।’