ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির আজগর আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পৌর সদরের কলকতি মহল্লার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ১৮ অক্টোবর (বৃহস্পতিবার) মধ্যরাতে উপজেলা জামায়াতের আমির আজগর আলীর বাসা থেকে উপজেলা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও শিবির কর্মী আব্দুল কদ্দুসকে গ্রেফতার করে পুলিশ। সেসময় জামায়াতের আমির আজগর আলী পালিয়ে যায়।
অভিযানের সময় শিবির নেতাদের কাছ থেকে ৩টি ককটেল উদ্ধার করে পুলিশ। ঐদিন জামায়াতের আমির আজগর আলীসহ আটকৃতদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। ঐ মামলায় আজগর আলীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাতে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।