আব্দুল আজিজ, ভাঙ্গুড়া (পাবনা) : পাবনার ভাঙ্গুড়া থানার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান বাউনজান পাড়া এলাকা থেকে চেক ডিজঅনার মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার অফিসার ইন্চার্জের নির্দেশে এ এসআই সফিকুল ইসলাম সঙ্গীফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।
তার নাম মোঃ হরফ আলী,বয়স আনুমানিক (৫৭) শুক্রবার সকল ৯ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় , গ্রেফতারকৃত আসামী মোঃ হরফ আলী পাবনার ভাঙ্গুড়া থানার বেয়াতুন বাউজান পাড়া গ্রামের মৃত আকুল আকন্দের ছেলে। তার বিরুদ্ধে ২০২২ সালে পাবনা আদালতে এনআই অ্যাক্টে (চেক ডিজঅনার) মামলা করেন চাটমোহর উপজেলার জৈনক ব্যক্তি। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন।
আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন মোঃ হরফ আলী। পুলিশ তাকে শুক্রবার সকাল ৯ টার দিকে গ্রেফতার করে।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন আটককৃত ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।