ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : শনিবার উপজেলার ভাঙ্গুড়া জরিনা-রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রæত শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও দুদকের অর্থায়নে সততা স্টোর উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন।
এ উপলÿ্যে ছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গন বর্নিল সাজে সজ্জিত করে। পৃথক দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. জাহিদ হাসান ও ভাঙ্গুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যÿ মোঃ শহিদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক মোঃ আবুবকর সিদ্দিক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান প্রধান। পরে ষষ্ঠ হতে দশম শ্রেণির পঞ্চাশ জন ছাত্রীকে দুদক প্রদত্ত ৫০টি স্কুল ব্যাগ উপহার প্রদান করা হয়।