ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ পতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস ২০১৮ পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কÿে আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ এবং বৃÿ রোপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন,
শিÿা অফিসার খ.ম জাহাঙ্গীর হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর,পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা খাতুন,একাডেকি সুপার ভাইজার রিতা রানী পাল ও সহকারি শিÿা অফিসার মোঃ আশরাফুল মন্ডল প্রমূখ। আলোচনা শেষে কর্মসংস্থানের জন্য ১৪ জনকে ৭ লÿ টাকা ঋণের চেক প্রদান করা হয়।