ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : হতদরিদ্র পরিবারের সন্তান শিমুল। বয়স ৩ বছর । জন্মের প্রায় ২ মাস পর থেকেই শিশুটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতিমাসে তাকে এবি পজেটিভ গ্রুপের হাফ ব্যাগ করে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া গ্রামের দিনমজুর ডাবলু প্রামানিকের তৃতীয় সন্তান সে । এতোদিন ধার-দেনা করে তিনি সন্তানের চিকিৎসা দিয়ে আসছিলেন।
বর্তমানে অর্থাভাবে দরিদ্র এ পরিবারটি সন্তানের চিকিৎসাভার বহন করতে পারছে না। অর্থাভাবে বন্ধ হতে বসেছে শিশু শিমুলের চিকিৎসা । শিমুলের বাবা জানান, আত্মীয়-স্বজন, প্রতিবেশি ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা মাঝে মধ্যে শিমুলকে বিনামূল্যে রক্ত দেন। এছাড়া পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধসহ মাসে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ব্যয় হয়। আর রক্ত কিনতে হলে খরচ আরও বেড়ে যায় ।
পাবনা সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. নীতিশ কুমার কুন্ডুু জানান, শিমুলকে সময়মতো রক্ত না দিলে হঠাৎ করেই তার মৃত্যু হতে পারে। তাছাড়া এ রোগে আক্রান্তরা বেশি দিন বাঁচে না। শিশুটির চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তার পরিবার। সকলের আর্থিক সহায়তা পেলে সুস্থভাবে বাঁচতে পারে ছোট্ট শিশু শিমুল। তার পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও দানশীল মানুষ (০১৭৪১২৫০৩৭৫) নম্বরে যোগাযোগ করতে পারেন।