আজ [bangla_day] / [bangla_date] / [bangla_season] / [english_date] / [hijri_date] / এখন সময় [bangla_time]

ভাঙ্গুড়ায় নৈশপ্রহরী কাম ইমামকে কুপিয়ে হত্যা, হত্যাকারীর বাড়িতে অগ্নিসংযোগ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় গনি মোল্লা (৬০) নামের এক মসজিদের ইমামকে গভীর রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার( ৯ জুন) গভীর রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর সিকেবি আলিম মাদ্রাসার একটি কক্ষে এ ঘটনা ঘটে। তিনি ওই মাদ্রাসায় নৈশ প্রহরী ও কাজীপাড়া জামে মসজিদ এর ইমাম ও বিয়ের কাজী তিনি চন্ডিপুর এলাকার মৃত রিয়াজ মোল্লার ছেলে ।

এলকাবাসি সূত্রে জানা যায়, বৃদ্ধ মরিচ কাজীপাড়া এলাকার মৃত বদরুজ্জামান এর বিবাহিত ছেলে শাহাদত হোসেন মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ময়মনসিংহ এলাকার জনৈক মেয়ের সঙ্গে। ঘটনার দিন সন্ধ্যায় চন্ডিপুর এলাকায় নিয়ে আসেন শাহাদাত হোসেন ও তার দুলাভাই ইয়াসিন আলী সিকেবি আলিম মাদ্রাসায় গনি মোল্লার নিকট যায়। তারা দুজন গনি মোল্লার কাছে গিয়ে শাহাদতের সঙ্গে ওই মেয়ের বিয়ে পড়ানোর জন্য বলেন ।

কিন্তু বিবাহিত শাহাদাতের স্ত্রী- সন্তান থাকায় ইমাম গনি তাদের বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান।

এতে ক্ষুব্ধ হয়ে শাহাদত হোসেন ও তার দুলাভাই ইয়াসিন আলী কথা-কাটাকাটির একপর্যায়ে গনি মোল্লাকে দা দিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করেন।

পরে গনির সাথে থাকা একটি ছেলে দৌড়ে চন্ডিপুর বাজারে চিৎকার করতে করতে বাজারের লোকজন ও নৈশ প্রহরীকে অবগত করেন। খবর পেয়ে আহত গণি মোল্লাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে আহত গনি মোল্লা চিকিৎসাধীন অবস্থায় ১০ জুন সকাল আটটার দিকে মৃত মৃতবরণ করেন। গনি মোল্লার মৃত্যুর খবর চন্ডিপুর এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা সঙ্ঘবদ্ধ হয়ে বৃদ্ধমরিচ কাজীপাড়ায় শাহাদত হোসেন ও তার আত্মীয়-স্বজনের বাড়ি ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে।

ঘটনার বিষয় ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*