শিরোনামঃ

আজ মঙ্গলবার / ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ / ২৪শে শাওয়াল ১৪৪৬ হিজরি / এখন সময় সকাল ১১:২৮

ভাঙ্গুড়ায় ট্রাক চাপায় শিশু সন্তানসহ পিতার মৃত্যু 

মিনু রহমান খান, ভাঙ্গুড়া (পাবনা) : ট্রাকের নিচে পিষ্ট হয়ে পিতা সুলাইমান (৩৭) ও ছেলে জুনায়েদ আহমেদ (৪) নামের এক শিশু মারা গেছে। শনিবার (১৫ মার্চ) পাবনার ভাঙ্গুড়ার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে এই দুর্ঘটনা ঘটে।

সুলাইমান পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন এনজিওকর্মী।

প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুনায়েদকে নিয়ে সোলাইমান মোটরসাইকেল করে সকালে খানমরিচ ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে শ্বশুর বাড়িতে যান। শ্বশুরবাড়ি থেকে বিকেল ৪টার দিকে গ্রামের বাড়ি পাথরঘাটার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে পৌঁছালে ভাঙ্গুড়া থেকে চণ্ডীপুরগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে জুনায়েদ ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ও সুলাইমান গুরুতরভাবে আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে পৌঁছানো হবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালাতক রয়েছে ।

 

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap