মোঃ আব্দুল আজিজ, ভাঙ্গুড়া (পাবনা) : পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফের সঞ্চালনায়
সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পাবনা-৩ সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম হাসনাইন রাসেল, সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম, রমজান আলী খান, আসলাম আলী, রেজাউল করিম রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাফিজ রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ খান সরদার আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মোঃ গোলাম মুর্তজা সুজন, যুগ্ম আহব্বায়ক শামীম হোসেন আরিফ, পৌর যুবলীগের সভাপতি সুমন আলী,সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি ও যুবনেতা প্রভাষক হেলাল উদ্দিন খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব।
পরিশেষে সরদার পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জহুরুল ইসলাম জেল হত্যা দিবসে জাতীয় চার নেতা সহ সকল শহীদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের মাগফিরাত কামনা ও প্রধান মন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং পাবনা-৩ এর রূপকার আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।