নিজস্ব প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় বৃহস্পতিবার (১ জুন) সকালে আম পাড়তে গাছ উঠে ডাল ভেঙে পড়ে মোবারক হোসেন (৫৫) নামের একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার মন্ডতোষ গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বাড়ির পাশে আম পাড়তে গাছে উঠে মোবারক হোসেন। কিছুক্ষণ যেতেই উপর থেকে ডাল ভেঙে নিচে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।