চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বুকচিরে প্রবাহিত হয়েছে ঐতিহ্যবাহী বড়াল নদী। শুষ্ক মৌসুমে পানি না থাকলে বর্ষায় বড়াল পূর্ণ যৌবন ফিরে পায়। নদীতে পানি আসার সঙ্গে সঙ্গে বেড়ে যায় মৎস্য জীবিদের অপতৎপরতা। তারা পোনা মাছ নিধনে মেতে ওঠেন।
জানা গেছে, প্রতিদিন দিনে-রাতে মৎস্যজীবিরা অবৈধ কারেন্ট ও বাদাই জাল ব্যবহার করে ছোট-বড়সহ দেশীয় প্রজাতির মাছ নিধন করছে।
চাটমোহর উপজেলার দহপাড়া, পৈলানপুর, গুনাইগাছা, জালেশ্বর, পাইকপাড়াসহ কয়েকটি স্থানে এলাকার চিহ্নিত মৎস্য খোকেরা বেপরোয়া হয়ে উঠেছেন।
তারা মাছ ধরে তা আশে-পাশের স্থানীয় বাজার গুলোতে বিক্রি করছে। প্রতিনিয়ত বড়াল নদীতে মাছ নিধন চললেও স্থানীয় মৎস্য অধিদপ্তরের কোন মাথা ব্যাথা নেই। সচেতন মহল দেশীয় মাছ রÿার জন্য স্থানীয় প্রশাসনসহ সশিøষ্ট দফতরের হ¯Íÿেপ কামনা করেছেন।
এব্যাপারে চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানায়, পোনা মাছ নিধন করা যাবে না। দ্রæত ব্যবস্থা গ্রহণ করা হবে।