বড়াইগ্রাম (নাটোর) : নাটোর বড়াইগ্রাম থেকে ৭১ বোতল ফেনসিডিলসহ মেহেদী হাসান (২১) নামের একজনকে আটক করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে বনপারা হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া থেকে আকট করা হয়। আটক ব্যাক্তির ঢাকা জেলার উত্তরখান উপজেলার বাওথার গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে।
বনপাড়া হাইওয়ে পুলিশ এর উপ- পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়াতে ঢাকা গামী ন্যাশনাল ট্রাভেল্স (ঢাকা মেট্রো-ব ১৪-৭৮৭৩) এর যাত্রীর (ঊ-২) পায়ের উপরে ব্যাগের ভিতরে কাথা দিয়ে মোড়ানো অবস্থায় ফেনসিডিলসহ একজন আটক করা হয়। আটক ব্যাক্তি বিরুদ্বে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।