বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে ২০১৯-২০২০ মেয়াদে মো. অহিদুল হক (যুগান্তর) সভাপতি ও মোঃ আব্দুল মান্নান (ইত্তেফাক) সাধারণ সম্পাদক পদে পূনঃনির্বাচিত হয়েছেন। প্রেসক্লাব কার্যালয়ে বুধবার আয়োজিত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে নাটোর জেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তরের স্টাফ রিপোর্টার মাহফুজ আলম মুনী ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নয়া দিগন্তের জেলা সংবাদদাতা শহীদুল হক সরকার দায়িত্বপালন করেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী (আলোকিত বাংলাদেশ), সাংগঠণিক সম্পাদক হাসানুল বান্না উজ্জল (ইনকিলাব), কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম আসমত (ভোরের ডাক) দপ্তর সম্পাদক জাহিদ হাসান (৭১ বাংলা টিভি/বর্তমান), প্রচার সম্পাদক মতিউর রহমান সুমন (আলোকিত সকাল), সাহিত্য সম্পাদক সাঈদ সিদ্দিকী (ভোরের কাগজ), প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা (খোলা কাগজ), ক্রীড়া সম্পাদক আব্দুল আওয়াল মন্ডল (মুক্তপ্রভাত), শিক্ষা বিষয়ক সম্পাদক আজহার হোসেন (দৈনিক জনদেশ), ধর্ম বিষয়ক সম্পাদক নিজামউদ্দিন (সংগ্রাম), স্বাস্থ্য সম্পাদক বোরহান উদ্দিন বুলবুল (আমার সংবাদ/উত্তরবঙ্গ বার্তা), সাংস্কৃতিক সম্পাদক আলমগীর কবীর (৭১ বাংলা টিভি), সমাজ সেবা সম্পাদক আব্দুল মজিদ কাজী (নাটোর কন্ঠ), তথ্য প্রযুক্তি সম্পাদক ফারুক হোসেন আপন (চ্যানেল ২০), পরিবেশ বিষয়ক সম্পাদক একাব্বর হোসেন (সময় অসময়), আইন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম (দৈনিক উত্তর কন্ঠ) এবং কার্য্য নির্বাহী সদস্য রাজু আহম্মেদ (প্রান্তজন)।