বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে হারোয়া বটতলা বাজারে অবস্থিত আব্দুস সালামের “স” মিলে শুক্রবার ভোর চারটার দিকে অগ্নিকান্ড ঘটে। আব্দুস সালাম উপজেলার কাটাশকোল গ্রামের মৃত আবেদ আলীর পুত্র। আব্দুস সালাম জানান, অগ্নিকান্ডে “স” মিলের মেশিন, কাঠ,
ঘর ইত্যাদি পুড়ে আনুমানিক আড়াই লÿ টাকার ÿতিসাধন হয়েছে। এ অগ্নিকান্ডের খবর পেয়ে দয়ারামপুর ফায়ার স্টেশনের দমকল বাহিনী এসে আগুন নিয়ত্রনে আনে। দয়ারামপুর ফায়ার স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়।