বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বিয়ের প্র¯Íাবে রাজী না হওয়ায় মাসুরা খাতুন (১৬) নামে এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়, উপজেলার নগর ইউনিয়নের থানাইখাড়া গ্রামের সানু সরদারের ছেলে হৃদয় সরদার নগর পশ্চিমপাড়া গ্রামের বাকী বিলøাহর মেয়ে নগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মাসুরা খাতুনকে মাঝে মাঝেই বিয়ের প্র¯Íাব দেয়াসহ নানা কুপ্র¯Íাব দিতো। কিন্তু মাসুরা তার প্র¯Íাবে সায় না দেয়ায় হৃদয় ÿিপ্ত হয়ে উঠে। শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে হৃদয় ও তার লোকজন রা¯Íা থেকে মাসুরার মুখে ওড়না চেপে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার এসআই রেজাউল করিম জানান, বিষয়টি জানি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।