বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরে বড়াইগ্রামের বনপাড়া সেন্ট পিটার্স একাডেমীতে গত সোমবার বার্ষিক শিÿা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। একাডেমীর প্রধান শিÿক কেমেন্ট পিরিছের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানাইদহ কারীগরী স্কুল এন্ড কলেজের অধ্যÿ মো. জাহিদুর রহমান, বনপাড়া পৌর কাউন্সিলর মোহিত কুমার সরকার, বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের সাবেক শিÿক গাব্রিয়েল ক¯Íা ও সাংবাদিক এসএম লুৎফর রহমান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।