বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু এবং ভ‚য়া ডাক্তার দিয়ে অস্ত্রপচারসহ চিকিৎসা প্রদানের অভিয়োগে একটি কিনিক সিলগাল করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার জোনাইল বাজারে জাহাঙ্গীর জেনারেল হাসপাতাল এন্ড ডায়গষ্টিক সেন্টার নামে অভিযান চালায় প্রশাসন। ইউএনও আনোয়ার পারভেজ ওই অভিযান পরিচালা করেন। এর আগে গত সোমবার বিকেলে ওই কিনিকে পারভীন খাতুন (২৮) নামে এক প্রসূতির ভুল অস্ত্রচারে মৃত্যু হয়। এ ঘটনায় কিনিক পরিচালক জাহাঙ্গীর আলমের বাবা নাজমুল হোসেনকে আটক করা হয়।
বড়াইগ্রাম থানার এএসআই নাসির উদ্দিন জানান, স্থাণীয়দের অভিযোগের ভিত্তিতে জোনাইল বাজারে জাহাঙ্গীর জেনারেল হাসপাতাল এন্ড ডায়গষ্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার উপস্থিত ছিলেন। কিনিকে গিয়ে যথাযথ অপারেশন থিয়েটার পাওয়া যায় নাই। কোন রেজিষ্টার্ড চিকিৎক পাওয়া যায় নাই। আবার সিভিল সার্জনের নিকট থেকে শুধু প্যাথলজিক্যাল পরীÿার সনদ নেওয়া হয়েছে। কিন্তু কিনিক পরিচালক জাহাঙ্গীর আলম নিজেই অস্ত্রপচার করেন এমন তথ্য পাওয়া যায়। যদিও জাহাঙ্গীর আলম জেনারেল শিÿিত, তার কোন চিকিৎসা বিদ্যা নাই। এদিকে গত সোমবার উপজেলার কুমারখালী গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী প্রসূতি রোগি পারভীন খাতুনকে ভর্তি করলে জাহাঙ্গীর আলম ভুল অস্ত্রপচার করে । ফলে অতিরিক্ত রক্তÿরণে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরে সেখানে ভর্তিকৃত ১৪জন রোগিকে অন্য হাসপাতাল বা কিনিকে ভর্তি হওয়ার পরামর্শ দিয়ে বের করে দেওয়া হয়। একই সাথে কিনিকটির মূল ফককে তালা ঝুলিয়ে সিল করে দেওয়া হয়।
ইউএনও আনোয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা কিনিক গুলোতে নিয়মিত অভিযান চালানোর মাধ্যমে সুচিকিৎসা নিশ্চিত করার চেষ্টা অব্যহত থাকবে।