আজ [bangla_day] / [bangla_date] / [bangla_season] / [english_date] / [hijri_date] / এখন সময় [bangla_time]

বড়াইগ্রামে বিধবার দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে গাছ তলায় দিন কাটছে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে আগুনে শেষ আশ্রয়স্থল টিনশেড তিনটি ঘর আগুনে পুড়ে যাওয়ায় দুই প্রতিবন্ধীসহ তিন সন্তান নিয়ে খোলা আকাশের নীচে দিন যাপন করছেন বিধবা কমলা বিবি। অগ্নিকান্ডে তার পোষা এক লাখ টাকা মূল্যের গাভী ও তিনটি ছাগলও পুড়ে গেছে। শনিবার বিকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত আনছার আলীর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মানিকপুর গ্রামের দিন মজুর আনছার আলী তার দুটি দৃষ্টি প্রতিবন্ধীসহ ৩ সন্তান ও স্ত্রী রেখে প্রায় আট বছর আগে মারা যান। বড় ছেলে শাহাদৎ হোসেন (২৪) ও কমলা বিবি মিলে অন্যের জমিতে কাজ করে সংসার চালাতেন। সংসারে ছোট ছেলে মাহাবুল হোসেন (২২) ও মেয়ে আরিফা খাতুন (১৮) দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় তারা কোন কাজ করতে পারে না।

শনিবার দুপুরে গোয়াল ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে পুরো বাড়িতেই ছড়িয়ে পড়ে। পরে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই চারটি গবাদী পশু ও গোয়ালঘরসহ তিনটি ঘরের যাবতীয় মালামাল পুড়ে যায়। অগ্নিকান্ডে সব হারিয়ে দৃষ্টি প্রতিবন্ধী দুই সন্তানসহ খোলা আকাশের নিচে গাছ তলায় দিন কাটছে কমলা বিবি।

রবিবার সরেজমিনে গেলে কান্না চাপতে চাপতে কমলা বিবি বলেন, আমার আর কিছুই অবশিষ্ট থাকলো না। তিন সন্তানের মধ্যে দুজনই চোখে দেখে না। ওদের নিয়ে আমি কোথায় যাব, কি খাওয়াবো কিছুই বুঝতে পারছি না।
মাঝগাঁও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলীম জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। ইউএনও স্যারের সাথে কথা বলে ÿতিগ্রস্থ এ পরিবারটিকে সাধ্যমত সহযোগিতার চেষ্টা করবো।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*