নাটোর (বড়াইগ্রাম) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে কৃষি প্রনোদনার আওতায় মুগ ও তিল ফসল উৎপাদনকারী ১ হাজার ৩৫০ জন ÿুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কৃষি সম্পসারণ অধিদপ্তর বড়াইগ্রাম এই সার-বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সাংসদ আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কে.এম.জাকির হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল জলিল প্রামানিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি বক্তৃতা করেন।
উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মাহাতাব আলী বেগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইকবাল আহমেদ। অনুষ্ঠানে ১ হাজার ৩০০ জন ÿুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে মুগ চাষের জন্য ডিএপি ১০ কেজি ও পটাশ ৫ কেজি সার এবং ৫ কেজি করে বীজ দেওয়া হয়েছে। ৫০ জন কৃষককে তিল চাষের জন্য প্রত্যেককে ডিএপি ২০ কেজি ও পটাশ ১০ কেজি সার এবং ১ কেজি করে বীজ দেওয়া হয়েছে।