বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নে ২ ঘন্টার ব্যবধানের ২টি হিন্দুর বাড়িতে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে চামটা বাগবাচ্চা গ্রামের নগেন মজুমদার ও বিশ্বনাথ সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত ৯ টার দিকে নগেন মজুমদারের বাড়ীর রান্না ঘরে আগুন দেখতে পাওয়া যায়। এর দুই ঘন্টা পরে বিশ্বনাথ সরকারের খরের গাদায় আগুন দেখা যায়। স্থানীদের সহায়তায় কোন বড় ÿতির আগেই আগুন নেভাতে সÿম হয়। এতে জনমনে আতংক ছরিয়ে পরে।
দ‚র্গা প‚জার আগে একই গ্রামের দুটি সংখ্যালঘুর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রামবাসীসহ পুরো ইউনিয়ন এর হিন্দুদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস জানান, এ বিষয়ে তার কিছু জানা নাই। তবু বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।