বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে “যত্ম ও ভালবাসায় আমাদের পরিবার” প্রতিপাদ্যকে সামনে নিয়ে পালিত হয়েছে কারিতাস পরিবার দিবস । কারিতাস বাংলাদেশের বড়াইগ্রাম, চাটমোহর ও তাড়াশ উপজেলা শাখার কর্মকর্তা ও কর্মচারী মিলিত ভাবে লালপুর উপজেলার গ্রীনভ্যালী পার্কে বনভোজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া ক্যাথলিক ধর্মপলøীর পাল পুরোহিত ফাদার হিউবার্ট রিবেরু।
গত মঙ্গলবার বড়াইগ্রাম শাখা অফিসে একত্র হয়ে পার্কের উদ্দেশ্যে যাত্রার মধ্যে দিয়ে পরিবার দিবসে অনুষ্ঠানিকতা শুরু হয়। পরে গ্রীণভেলী পার্কে বড়াইগ্রাম শাখার সিএমএফপি কর্মকর্তা মোজাম্মেল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস টেকনিকেল কলেজের অধ্যক্ষ শরিফুদ্দীন আহম্মেদ,
চাটমোহর শাখার সিএমএফপি মাঠ কর্মকর্তা জিল্লুর রহমান, ‘আলোর ঘর’ তারাশের এরিয়া কোর্ডিয়ানেটর জাহাঙ্গীর আলম ও নাটোর জেলা প্রজেক্ট অফিসার তন্ময় বিশ্বাষ। আলোচনা সভা শেষে ভাষার মাস উপলক্ষে শিশুদের চিত্রাংক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।