বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন ধরনের ৯টি কাজের ভিত্তিপ্র¯Íর স্থাপন করা হয়েছে। বুধবার বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ কলেøাল একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সসম্প্রসারণ কাজের, শীরামপুর এস উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস ৪তলা একাডেমিক ভবন, দিঘলকান্দী দাখিল মাদ্রসার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস ৪তলা একাডেমিক ভবন, বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে রীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস একাডেমিক ভবন সম্প্রসারন কাজের ও জালশুকা বাজার হইতে মাড়িয়া ভিলেজ বিশ্বরোড পর্যন্ত সড়ক উন্নায়ন, চকপাড়া বটতলা হইতে বড়াইগ্রাম ডিগ্রী কলেজ সড়ক উন্নায়ন, শ্রীরামপুর নতুন পাড়া হইতে শ্রীরামপুর প্রভাতপুর পর্যন্ত সড়ক উন্নায়ন, বড়াইগ্রাম ইউপি অফিস হইতে নগর হাট ভায়া বড়দোহা সড়ক উন্নায়ন এবং বড়াইগ্রাম পৌর মার্কেট এর ভিত্তি প্র¯Íর স্থাপন করা হয়েছে। শিÿা প্রকৌশল অধিদপ্তর পাবনা অঞ্চল এর ব্যায় নির্ধারন করেছে ৯ কোটি ৭ লÿ টাকা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বড়াইগ্রাম ব্যয় নির্ধারন করেছে ২৩ কোটি ৪৬ লÿ ৭১২ টাকা এবং বড়াইগ্রাম পৌরসভা ব্যায় নির্ধারন করেছে ৭৫ লÿ ২০ হাজার টাকা। প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস এই ভিত্তিপ্র¯Íর স্থাপন করেন।
গতকাল বুধবার বিকেলে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন আলী এর সভাপতিত্বে এবং প্রধান শিÿক জহুরুল ইসলাম লাড্ডু এর আহŸানে আয়োজিত ভিত্তিপ্র¯Íর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও আনোয়ার পারভেজ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল প্রমানিক, সম্পাদক মিজানুর রহমান, অধ্যÿ ইসমাইল হোসেন, প্রকৌশলী সাহেব আলী, সাবেক উপজেলা চেয়াম্যান জাহিদুল ইসলাম, রফিকুল বাড়ী রফিক, আব্দুর রাজ্জাক সরকার, মাসুদ রানা মান্নান, আব্দুর রউফ প্রমূখ।