বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের “শহীদ কলেøাল একাডেমিক ভবন” এর উর্দ্বমূখী সম্পসারণ কাজের ভিত্তিপ্র¯Íর স্থাপন করা হয়েছে। শিÿা প্রকৌশল অধিদপ্তর পাবনা অঞ্চল ১ কোটি ২৪ লÿ টাকা ব্যায়ে নির্ধারন করেছে। প্রধার অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস ফিতা টেনে এই ভিত্তিপ্র¯Íর স্থাপন করেন।
বুধবার সকালে বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের মানেজিং কমিটির সভাপতি ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগ এর সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে এবং প্রধান শিÿক আসাদুজ্জামান এর আহŸানে আয়োজিত ভিত্তিপ্র¯Íর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউএনও আনোয়ার পারভেজ, অধ্যÿ ইসমাইল হোসেন, প্রকৌশলী সাহেব আলী, জাহিদুল ইসলাম, রফিকুল বাড়ী রফিক, আব্দুর রাজ্জাক সরকার, মাসুদ রানা মান্নান, মমিন আলী, মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানা লাভলী, ফরিদুল ইসলাম, শেখ সাদী আহমেদ মিঠু প্রমূখ।