বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : “শান্তী শৃংখলা নিরাপত্তা সর্বত্র আমরা” শেøাগানকে সামনে নিয়ে নাটোরের বড়াইগ্রামে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আনসার ভিডিপির বড়াইগ্রাম শাখা এ সমাবেশের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে আনসার ভিডিপি নাটোর জেলা কমান্ড্যান্ট শাহ-আহম্মদ ফজলে রাব্বী উপস্থিত ছিলেন। সমাবেশে উপজেলা পর্যায়ের ২৫০ জন আনসার ভিডিপির সদস্যগণ অংশগ্রহন করেন।
গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিয় এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, নির্বাচন কর্মকর্তা ইসাহাক আলী, সিনিয়র মৎষ কর্মকর্তা আবুল কালাম কাজাদ, সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম, উপজেলা কমান্ডার (ভারপ্রাপ্ত) মনিকা পারভিন, একটি বাড়ি একটি খামার প্রকল্পে সমন্বক ঈমান আলী পাটোয়ারী, ওয়ার্ড সদস্য ফেরদৌস আলম প্রমূখ।