বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে সদর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্ব্যেগে একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলÿে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এই বর্ধিত সভার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে নাটোর ৪ আসনের সাত বারের প্রার্থী আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠে বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ ইয়াকুব আলী হিরার সভাপতিতে, সম্পাদক মাসুদ রানা মান্নানের সঞ্চালনায় এবং ইউপি চেয়ারম্যান মমিন আলীর সার্বিক তত্বাবধায়নে আয়োজিত উনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আব্দুল জলিল প্রামানিক,
সম্পাদক মিজানুর রহমান মিজান মেয়র কেএম জাকির হোসেন। এছারাও বক্তব্য রাখেন প্রভাষক জালাল উদ্দিন, সাবেক গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, প্যানেল মেয়র জালাল উদ্দিন জোয়ার্দার, প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, আব্দুল করিম মাষ্টার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম সহ-সভাপতি আল হেলাল কাফি প্রমুখ। আগামী ৩০ শে ডিসেম্বরের নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহŸান করেন বক্তাগন।