শিরোনামঃ

আজ বৃহস্পতিবার / ২০শে আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ / শরৎকাল / ৫ই অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ / ২০শে রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ৮:৪০

বিশ^ তায়কোয়ান্ডোতে রাবি শিÿার্থীর রৌপ্য জয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ‘ওর্য়াল্ড ইউনিভার্সিটি তায়কোয়ান্ডো ফেস্টিভাল ২০১৮’ তে অংশগ্রহণ করে রৌপ্য পদক অর্জন করেছে রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিÿার্থী রিদওয়ান তাসকিন রাতুল। বুধবার কোরিয়ার মুজুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৬৮ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করেন তিনি। রাতুল বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিÿার্থী।
সূত্রে জানা যায়, গত রবিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পÿে দুই সদস্যের প্রতিনিধি দল কোরিয়ায় যায়। প্রতিনিধি দলের সদস্য খেলোয়াড় রাতুলের সাথে ছিলেন কোচ শরীরচর্চা শিা বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান চঞ্চল।
প্রতিযোগীতায় পুমসে এবং +৬৮ কেজি ওজন শ্রেণিতে তাসকিন লড়েন। তায়কোয়ান্ডো প্রমোশন ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতা ৪ থেকে ৮ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চলে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap