চাটমোহর অফিস : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এখনও ষড়যন্ত্রের পথেই আছে। তারা করোনা ভ্যাকসিন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছিল। তরোনা টিকা না নিয়ে তারা নানা কথা বললেও পরে টিকা নিয়েছে নেতারা।
তথ্যমন্ত্রী বলেন, সংকটে উন্নয়নে ও মানবিকতায় একটি নাম শেখ হাসিনা। আওয়ামী লীগ একটি সৃষ্টিশীল সংগঠণের নাম। শেখ হাসিনা একটি উন্নয়ন ও সৃষ্টিশীল নেতৃত্বের নাম। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার মতো আমাদের দেশ হতো। আমরা আগামী কয়েক বছরের মধ্যেই শেখ হাসিনার নেতৃত্বে মালয়েশিয়া,সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার পর্যায়ে পৌঁছে যাব ইনশাল্লাহ।
বুধবার দুপুরে পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্থানীয় ওয়াজি উদ্দিন খান পৌর মুক্ত মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ খলিলুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন,পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যার রেজাউল রহিম লাল,বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ শামসুল হক টুকু এমপি,পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি,আহমেদ ফিরোজ কবির এমপি,বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুরুজ্জামান বিশ^স এমপি,নাদিরা ইয়াসমিন জলি এমপি,কেন্দ্রীয় নেতা মেরিনা জাহান কবিতা,আঃ আউয়াল শামীম,উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন গোলাপ,পৌর মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ প্রমূখ।
