আজ [bangla_day] / [bangla_date] / [bangla_season] / [english_date] / [hijri_date] / এখন সময় [bangla_time]

বাম হাতে লিখে পিএসসি পরীক্ষা দিচ্ছে প্রতিবন্ধি রমজান

গুরুদাসপুর প্রতিনিধি : প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী নাটোরের গুরুদাসপুর পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৩নং কক্ষে প্রতিবন্ধি মো. রমজান আলী (১৩) বাম হাত দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে। সে গুরুদাসপুর পৌর এলাকার চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার ওসমান সওদাগরের ছেলে এবং চাঁচকৈড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

মঙ্গলবার পরীক্ষা দেয়ার সময় রমজান দুঃখ প্রকাশ করে জানায়, জন্মগত সুত্রে প্রতিবন্ধি হলেও কোন প্রতিবন্ধির তালিকায় লিপিবদ্ধ হয়নি তার নাম। তার বাংলা ও ইংরেজী পরীক্ষা ভাল হয়েছে এবং বাংলাদেশ ও বিশ^ পরিচিতি বিষয়েও ভাল পরীক্ষা দিচ্ছে বলে জানায়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*