শিরোনামঃ

আজ মঙ্গলবার / ১০ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৩শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৪ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৯:৪৪

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ে ঐক্য পরিষদের মানববন্ধন

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার : সারাদেশে বৈষম্যমুক্ত ৯ম প্লে-স্কেল ঘোষণা, অন্তবর্তীকালীন সময়ের জন্য ১১-২০ গ্রেডের কর্মচারীদের ৫০% মহার্ঘ ভাতা প্রদান টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনঃবহাল, সচিবলায়ের ন্যায় পদ পদবী এবং এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন সহ ৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা অক্টোবর ২২) সকাল ১০ টার দিকে প্রেসক্লাব চত্বরে এ মানব্বন্ধন প্রোগ্রামের আয়োজন করেন।

দাবি সমূহ হল, (১)পে-কমিশন গঠন পূর্বক বৈষম্যমুক্ত ৯ম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। প্লে-স্কেল বাস্তবায়নে পূর্বে অন্তবর্তীকালীণ সময়ে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। (২) ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে-কমিশন কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। (৩) সচিবলায়ের ন্যায় সকল দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পদ ও পদবী পরিবর্তনসহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। (৪) টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বেতন জ্যেষ্ঠতা পুনঃবহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচ্যুইটির ৫. পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাচ্যুটি/ আনুতোষিকের হার ৯০% এর স্থলে ১০০% নির্ধারণ ও পেনশন গ্রাচ্যুইটি ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। (৫) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপিল বিভাগের রায় বাস্তবায়নসহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগ বিধি ২০১৯ এর ভিত্তিতে ১০ম গ্রেডে উন্নতিকরণ, আউটসোর্সিং পদ্ধতি বাতিল পূর্বক উক্ত ৭. পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্বখাতে হস্তান্তর করতে হবে। (৬) ব্লক পোস্টে কর্মরত কর্মচারীসহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা ৫ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে, অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীর কর্মচারী হিসেবে গণ্য করতে হবে, এছাড়া টেকনিক্যাল কাজে নিয়জিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। (৭) বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয় পূর্বক সকল ভাতাদি পুনঃনির্ধারণ করতে হবে, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ করতে হবে।

বক্তারা বলেন, সাত দফা দাবি উত্থাপনে পে-কমিশন গঠনের মাধ্যমে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণা, এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনঃর্বহাল, সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী পূনঃনির্ধারনসহ ০৭ দফা দাবি উত্থাপন করেন।

মোঃ সেলিম রেজার সভাপতিত্বে মানববন্ধনে ০৭ দফা দাবী নিয়ে মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আর্কষণ করে মূল বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুর রশিদ, সাধারন সম্পাদক, জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রংপুর। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মচারী জনাব মোঃ আব্দুল জলিল, সভাপতি, পানি উন্নন বোর্ড, রংপুর।
মোঃ আব্দুল মালেক, সমাজ সেবা অধিদপ্তর, রপুর, মোঃ শরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর, রপুর, মোঃ আশরাফুল ইসলাম, ( মৎস অধিদপ্তর), আশরাফুল ইসলাম, ( বাংলাদেশ বেতার), গোলাম রাসুল ( গনপুত অধিদপ্তর) রফিকুল ইসলাম (কারিগরি) এস কে সুজনসহ ( সিভিল সার্জন,অফিস) বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap