চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ডিজিটাল নিরাপত্তা আইনে পাবনার চাটমোহরে ২’জন কলেজ ছাত্র গ্রেফতার করে পুলিশ বুধবার আদালতে সোপর্দ করেছে। গ্রেফতারকৃতরা হলেন, পৌর শহরের আফ্রাতপাড়ার রবিউল ইসলামের ছেলে তামিম হোসেন (১৮) ও গুনাইগাছা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সবুজ হোসেন (১৮)। দু’জনেই চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল জানান, তামিম ও সবুজ ২ জন প্রতারণার উদ্দেশ্যে ফেসবুকে ভুয়া আইডি খুলে তাদের কাছে জেএসসি পরীার প্রশ্নপত্র রয়েছে বলে একটি পোস্ট দেয়। পরে ফেসবুকে গ্রæপ খুলে বেশকিছু জেএসসি পরীার্থীকে অ্যাড করে ৩’শ টাকা করে দাবি করে।
বিষয়টি থানা পুলিশের নজরে এলে তথ্যপ্রযুক্তির সহায়তা তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়। পুলিশ বাদি হয়ে অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।