ফরিদপুর (পাবনা) প্রতিনিধি বাংলাদেশের বৃহত্তম জীবন বীমা ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের জুন ক্লোজিং ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ফরিদপুর এজেন্সী অফিস কতৃক আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী অঞ্চলের প্রধান কোম্পানী জেনারেল ম্যানেজার মোঃ গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
ফরিদপুর অফিস ইনচার্জ বিএম মোঃ আল্লেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, ইউনিট ম্যানেজার মোঃ আয়নুল হক, শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় ফিন্যালসিয়াল এসোসিয়েট আব্দুল লতিফ, নুরজাহান খাতুন, রওশন আলী, মহররম হোসেন, আফরোজ খাতুন, ছালনা খাতুন, লিয়াকত হোসেন, শাহিন হোসেনসহ উপস্থিত ছিলেন। শেষে মাসিক লক্ষ্যমাত্রা পূরণে ফিন্যালসিয়াল এসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও বিএম মধ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে।