হেলাল উদ্দিন, ভাঙ্গুড়া (পাবনা) : পাবনার ফরিদপুরে বেড়হাউলিয়া বাজারে মঙ্গলবার (২০ মার্চ) রাতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। মঙ্গলবার রাত ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা জানায়, প্রতিদিনের মত রাত ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের দোকান গুলো বন্ধ করে বাড়ি চলে যায়। পরে ১১টার দিকে বাজারের নৈশ প্রহরী ভুট্টো বাজারের রাজিদুলের মুদিখানার দোকানের ভেতরে আগুন জ্বলতে দেখে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফরিদপুর ও চাটমোহর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনের লেলিহান শিখায় ব্যবসায়ী মিলন প্রামানিক হার্ডওয়ার ও হায়দার আলী, রাজিদুল ইসলামসহ ৬ টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মিলন প্রামানিকের হার্ডওয়ার ও হায়দার আলীর ঔষুধের দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ইউপি চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন জানান, একটি দোকানের কয়েলের আগুন ছড়িয়ে পড়ে ছয়টি দোকান পুড়ে বলে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।