গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী, নাটোর-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আলহাজ অধ্যাপক আব্দুল কুদ্দুসের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা গ্রামের নিজ বাড়িতে মোঃ মিলটন উদ্দিনের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম শিশির।
আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল গফুর সরদার, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান, নাটোরের পৌর মেয়র উমা চৌধরী জলি, সিরাজগন্জ ৩ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম মোল্লা, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী,সাধারণ সম্পাদক এ্যাড.মিজানুর রহমান মিজান, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আনিসুর রহমান, সিনিয়র সহ সভাপতি প্রভাষক মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সহ সভাপতি জেলা আ.লীগের সদস্য সাংসদ কন্যা এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি, নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনসহ হাজারো নেতাকর্মী ও জনসাধারণ।
আলোচনা সভায় বক্তারা সাংসদ কুদ্দুসের জীবন ও কর্মের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় ইমাম প্রয়াত সাংসদের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট শ্বাসকষ্ট জনিত রোগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।