সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : ফরিদপুরের পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম বলেছেন, সাম্প্রতিক সহিংসতায় পুলিশের সঙ্গে নৃশংস আচরণ করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে পুলিশের মনোবল।
পুলিশের কার্যক্রম শুরু করতে ক্ষতিগ্রস্ত সদর থানা পরিদর্শনের সময় এসব কথা বলেন পুলিশ সুপার। আজ শুক্রবার বেলা ১২টার দিকে পুলিশ সুপার অন্যান্য কর্মকর্তাদের নিয়ে থানা এলাকা ঘুরে দেখেন।
সাম্প্রতিক সহিংসতায় জেলার সদরপুর, মধুখালী ও কোতয়ালী থানায় বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ করে। এতে থানার প্রতিটি কক্ষ, পুলিশের গাড়ি, মামলার নথি পুড়ে যায়।
পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম বলেন, ‘সহিংসতায় পুলিশের সঙ্গে নৃশংস আচরণ করা হয়েছে। পুলিশের মনোবল ভেঙে গেছে। সকলের সহযোগিতায় আবার পুলিশের কার্যক্রম শুরু করার চেষ্টা করছি। জেলার তিনটি থানায় ব্যাপক ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। আসবাবপত্র, মামলার নথি পুড়ে গেছে। অস্ত্র লুট করা হয়েছে।’
জেলার বাকি ৬টি থানা অক্ষত আছে জানিয়ে পুলিশ সুপার বলেন, সেই থানাগুলোতে পুলিশের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে।