ঈশ্বরদী প্রতিনিধি : ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপিকে ৫ম বারের মতো দলীয় মনোনয়ন প্রদানের দাবী জানিয়ে তৃণমূলের নেতাকর্মীদের সাথে ঈশ্বরদীর উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল মেম্বরগণ গতকাল সন্ধায় উপজেলা পরিষদ ভিআইপি মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফের পে একযোগে হাত তুলে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে চেয়ারম্যান ও মেম্বররা বলেছেন,‘আসন্ন প্রতিদ্ব›িদ্বতামূলক নির্বাচনে পাবনা-৪ আসনে ভূমিমন্ত্রীর বিকল্প নেই।’
ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুন,ল²িকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ,
সাহাপুর ইউপি চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকির,সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পাকশী ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস,মুলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন মালিথা,সলিমপুর ইউপি’র চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা ও দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার প্রমুখ।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু বলেন,ঈশ্বরদীতে অর্ধ ডজন অতিথি আওয়ামী লীগ নেতারা মনোনয়ন প্রত্যাশা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন কিন্তু ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি পর পর ৪ বার নির্বাচিত হয়ে ঈশ্বরদী ও আটঘরিয়ায় ব্যাপক উন্নয়নের সাথে সাথে এলাকার জনগণের শান্তি নিশ্চিত করেছেন। আমরা স্থানীয় জনপ্রতিনিধিরা মনে করি উন্নয়ন কাজ এখনও যেগুলো অসমাপ্ত রয়েছে, সেগুলো সম্পুর্ণ করতে এবং ঈশ্বরদীর মতো জাতীয় গুরুত্বপূর্ণ আসনে যে কোন দল বা প্রার্থীর সাথে প্রতিদ্ব›িদ্বতা করতে ভূমি মন্ত্রীকে ৫ম বারের মতো মনোনয়ন দানের প্রয়োজনীয়তা রয়েছে। তারা আরো বলেন,দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন,মনোনয়ন পেতে হলে অবশ্যাই দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও জন প্রতিনিধি এবং দলীয় নেতা-কর্মীদের সমর্থন থাকতে হবে। মন্ত্রী,এমপি কিংবা হেভিওয়েট নেতাও যদি হয়,তৃণমূলের সমর্থন না থাকলে তাকে মনোনয়ন দেয়া হবে না। তাই,দলীয় সভানেত্রীর নির্দেশ মেনে তৃণমূল হতে ভূমি মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানানোর জন্য আজকের এই আয়োজন। ইতোমধ্যে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার ও আওয়ামী লীগ নেতারা ভূমিমন্ত্রীর সমর্থনে রেজুলেশন এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করে দলীয়সভানেত্রী বরাবর প্রেরন করবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন।