শিরোনামঃ

আজ শনিবার / ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৪:৪১

পাবনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী লিটনের নেতৃত্বে উন্নয়ন র‌্যালী অনুষ্ঠিত

মিজান তানজিল, পাবনা: আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন বলেছেন, জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছেন। ুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলেছেন। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম ছিল না। শত বুলেট শেখ হাসিনাকে তাড়া করে ফিরেছে। তিনি স্বৈরাচার ও অগণতান্ত্রিক ব্যবস্থার দূর্গম পথ পাড়ি দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।
পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়ায় বিশাল উন্নয়ন র‌্যালী শেষে পথসভায় তিনি (লিটন) এসব কথা বলেন।

তিনি বলেন- আমি এমন একটি ঈশ্বরদী গড়ে তুলেছেন চাই, যেখানে কোন সাংবাদিক হামলার শিকার হবে না। ছাত্রলীগ ও যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থাকবে। আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা হবে না,মামলা হবেনা,তাদের কারাগারে যেতে হবে না। তাদের হত্যার শিকার হতে হবে না, তাদের পঙ্গুত্ব বরণ করতে হবে না। আমি নির্যাতিত নিপীড়িত ও অবহেলিত আওয়ামীলীগের নেতা-কর্মীদের পাশে ছিলাম,আছি,থাকবো।

আমি সবসময় অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। দূর্নীতি আর অনিয়মকে প্রতিহত করেছি। এ জীবনে বহু রক্তচু উপো করতে হয়েছে। জীবনে বহুবার প্রাণনাশের হুমকি এসেছে। তবুও আমি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের পাশে রয়েছি। বঙ্গবন্ধু আদর্শ থেকে শিা নিয়েছি, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছি, ‘কারাগারের রোজনামচা’ পড়েছি। বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন, আমাদের কেউ হুমকি দিয়ে, রক্তচু দেখিয়ে কোন লাভ হবে না।
আগামীতে জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আপনাদের সাথে নিয়ে সুন্দর ঈশ্বরদী-আটঘরিয়া গড়ার জন্য কাজ করবো। তাছাড়া নৌকা মার্কা শেখ হাসিনা যাকে দিবেন তাঁর পইে কাজ করবো।

দাশুড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক ইছাহক আলী মালিথা, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক (অবঃ) এম এ কাদের, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান ফান্টু মন্ডল, সহ-সভাপতি আব্দুল খালেক জোয়াদ্দার,

সাংগঠনিক সম্পাদক শাহ আলী মন্ডল, সাহেব আলী মেম্বার, আ’লীগ নেতা এনামুল হক
মেম্বার, সূর্য প্রামানিক, ঈশ্বরদী উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক আতিয়া ফেরদৌস কাকলী, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রুহুল আমিন,সহ-সম্পাদক সজিব মালিথা, মুলাডুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার মিলন, মুলাডুলি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক কবির মালিথা,

ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মকিম, সলিমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ- সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মতিন হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বপন,

মাজপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেদওয়ান রাজু,ছাত্রলীগ নেতা সজল বিশ্বাস, যুবলীগ নেতা নুরুল আহাদ তুষার, মতিউর রহমান পিন্টু, সলিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল আলম আসিব বিশ্বাস, ঈশ্বরদী পৌর ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনসহ হাজার হাজার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উন্নয়ন র‌্যালী ও পথসভায় অংশ নেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap