শিরোনামঃ

আজ বুধবার / ২৮শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ / হেমন্তকাল / ১৩ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি / এখন সময় সকাল ৭:০০

পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব রক্তাক্ত

পাবনা প্রতিনিধি :পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের ওপর হামলা করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) সকালে ঈশ্বরদীর শহরের আলহাজ্ব মোড় এলাকায় এঘটনা ঘটে।

হাবিবুর রহমান হাবিবের ভাতিজা সুমন পাবনা বলেন, ‘বেলা ১১টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চাচা গণসংযোগে বের হোন। এসময় আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলায় চালায়। তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার উদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গণসংযোগকালে একদল দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। আমরা বিষয়টি দেখছি।’

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap