চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনা-৩ আসনের বর্তমান সাংসদ আলহাজ্জ্ব মকবুল হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় তাকে হান্ডিয়াল ইউনিয়নের হাজারো জনতা ও নেতৃবৃন্দ ফুলেল সম্বর্ধনা দিয়ে বরণ করে নেয়। আজ বিকাল ৫ টার দিকে সাংসদ আলহাজ্ব মকবুল হোসেন ঢাকা থেকে এলাকায় ফিরলে হাজার হাজার জনতার ঢল নামে।
পরে নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় তাকে। পরে হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সাংসদ। এ সময় হান্ডিয়াল সহ চাটমোহর, ভাংগুড়া ও ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের জন প্রতিনিধিসহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জনাব রবিউল করিম এম এ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক শাহ আলম প্রাং, পরে মাইক্রোবাস ও হাজারো মোটর সাইকেল শোডাউন নিয়ে চাটমোহর ও ভাংগুড়া উপজেলার উদ্দেশ্যে রওনা হন এমপি ও তার নেতাকর্মীরা।