চাটমোহর (পাবনা) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বিএনপির মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ১০ জন। এরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কে,এম আনোয়ারুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যাল সাবেক ছাত্রনেতা এ্যাড. মাসুদ খন্দকার,
সাবেক এমপি সাইফুল আজম সুজা’র ছোট ভাই বিমান বাহিনীর সাবেক প্রধান ও বিএনপি নেতা মো. ফখরুল আজম রনি, চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরা, বিশিষ্ট শিল্পপতি ও জিয়া সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা,
ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. রাজিউল হাসান বাবু, ফরিদপুর উপজেলা বিএনপি সভাপতি মো. জহুরুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারন সম্পাদক মোছাঃ আরিফা সুলতানা রুমা, চাটমোহর উপজেলা বিএনপি সহ-সভাপতি মাহমুুল আলম মাহমুদ, সাবেক সহকারি এ্যাটনী জেনারেল এ্যাড. রবিউল করিম মনোনয়ন ফরম সংগ্রহ করছেন বলে একাধিক সূত্র জানিয়েছেন।