আজ সোমবার / ২৫শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ / শরৎকাল / ৯ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি / এখন সময় বিকাল ৪:৫৪

পাবনা-৩ আসনে কে হবে বিএনপি’র অভিভাবক ?

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসন (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) বিএনপি দলের ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নৌকার মনোনয়ন নির্ধারণ হলেও ধানের শীষ প্রর্তীকে নেতৃত্ব ও অভিভাবক কে হবে তা ভোটারদের মাঝে চলছে চুলচেড়া বিশেøষণ।
অপরদিকে পাবনা-৩ আসনের আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেনের মনোয়ন চুড়ান্ত হওয়ায় নির্বাচনী এলাকায় চলছে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। এবার বিএনপির পালøা মনোনয়ন প্রত্যাশীরা সবাই কেন্দ্রীয় কার্যালয়ে ধন্না দিয়েছেন। চুড়ান্ত মনোনয়ন না পাওয়া পর্যন্ত ভোটারদের যেন কান্তি দূর হচ্ছে না।

বিলবোর্ড, ফেস্টুন, ব্যানারসহ অন্যান্য নির্বাচনী প্রচারণা অপসারণ হলেও ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। বিএনপি থেকে কে মনোনয়ন পেলে এ আসন থেকে বিজয়ী হতে পারবে চা-স্টল ও বাজার ঘাটে চলছে সমালোচনার ঝড়।

এ আসনের বর্তমান ভোটার সংখ্যা নারী পুরুষ মিলে প্রায় ৪ লাখ। বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন ২০০১ সালের ১লা অক্টেবরের অষ্টম সংসদ নির্বাচনে তিনি বিএনপি নেতা কে,এম আনোয়ারুল ইসলামের নিকট পরাজিত হয়েছিলেন। ২৯ ডিসেম্বর ২০০৮ সালের ৯ম সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি-র সাইফুল ইসলাম সুজাকে পরাজিত করে তিনি বিজয় অর্জন করেন। ৫ জানুয়ারী ২০১৪ সালের ১০ম সংসদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. আবুল কালাম আজাদকে পরাজিত করে তিনি ২য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বিএনপির মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ১০ জন। এরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কে,এম আনোয়ারুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যাল সাবেক ছাত্রনেতা এ্যাড. মাসুদ খন্দকার,

সাবেক এমপি সাইফুল আজম সুজা’র ছোট ভাই বিমান বাহিনীর সাবেক প্রধান ও বিএনপি নেতা মো. ফখরুল আজম রনি, চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরা, বিশিষ্ট শিল্পপতি ও জিয়া সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা,
ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. রাজিউল হাসান বাবু, ফরিদপুর উপজেলা বিএনপি সভাপতি মো. জহুরুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারন সম্পাদক মোছাঃ আরিফা সুলতানা রুমা, চাটমোহর উপজেলা বিএনপি সহ-সভাপতি মাহমুুল আলম মাহমুদ, সাবেক সহকারি এ্যাটনী জেনারেল এ্যাড. রবিউল করিম মনোনয়ন ফরম সংগ্রহ করছেন বলে একাধিক সূত্র জানিয়েছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap