চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনা-৩ আসন (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৯ জন। নির্বাচনে মনোনয়ন প্রত্যাশায় চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার ১৯ জন নেতা পাবনা-৩ আসনের আওয়ামীলীগের নৌকা মাঝি হতে চান।
এরা হলেন, বর্তমান সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন,
পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বীরমুক্তিযোদ্ধা আ.স.ম আঃ রহিম পাকন,
জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা সাবেক চেয়ারম্যান মো. বাকি বিলøাহ, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, পাবনা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড. শাহ আলম, ফরিদপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকার,
ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আশরাফুল কবির, ফরিদপুর পৌর মেয়র কামরুজ্জামান মাজেদ, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ,
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ আলীম, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা সরোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা বায়োজিদ দৌলা বিপু, শহিদুল ইসলাম রতন, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন আল আজাদ।