নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী হাসাদুল ইসলাম হীরার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন। সোমবার দুপুরে ঢাকায় নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে গিয়ে আইনজীবির মাধ্যমে আপিলের কাগজপত্র জমা দেন হীরা। এ সময় তার সাথে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৩, ৪ ও ৫ ডিসেম্বর এই তিনদিন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল গ্রহণ করবে নির্বাচন কমিশন। আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর এই তিনদিন আপিলের শুনানী অনুষ্ঠিত হবে। এ বিষয়ে হাসাদুল ইসলাম হীরা বলেন, আপিল করেছি। আশা করছি আমি আমার প্রার্থীতা ফিরে পাবো।
প্রসঙ্গত: গত রোববার (০২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই বাছাইকালে হাসাদুল ইসলাম হীরার মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার জসিম উদ্দিন। কারণ হিসেবে বলা হয়, উপজেলা চেয়ারম্যানের পদ থেকে তার পদত্যাগপত্র মন্ত্রণালয় গ্রহণ করেনি। বিধায় তিনি এখনও উপজেলা চেয়ারম্যান থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। প্রার্থীতা ফিরে পেতে তাই এই বাতিলের বিরুদ্ধে আপিল করেন হীরা।