শিরোনামঃ

আজ শনিবার / ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ / হেমন্তকাল / ৭ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ / ৫ই জমাদিউস সানি ১৪৪৬ হিজরি / এখন সময় রাত ৪:২৯

পাবনা-৩ আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী আতিকের গণসংযোগ ও মোটর সাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক বিশিষ্ঠ সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ আতিকুর রহমান আতিক গত বৃহস্পতিবার পাবনা-৩ নির্বাচনী (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) এলাকার ব্যাপক গণ সংযোগ করেছেন। তিন উপজেলার রাজনীতি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও মোটর সাইকেল শোভাযাত্রা করেন।

এদিন সকাল ১১টার কেন্দ্রীয় নেতা ঢাকা থেকে ধ্রæমকেতু এক্সপ্রেস ট্রেনযোগে ভাঙ্গুড়া বড়াল ব্রীজ আসলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তাকে বরণ করেন।
এসময়ে ভাঙ্গড়া বড়ালব্রীজ স্টেশন সংলগ্ন আওয়ামীলীগ অফিসের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. বাকিবিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন আমির, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,  ভাঙ্গুড়া উপজেলা যুবলীগ নেতা আবু সাইদ, স্বপন হোসেন, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম হোসেন । পরে ভাঙ্গুড়া থেকে মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ভাঙ্গুড়া পৌরসভা, ফরিদপুর উপজেলার প্রধান প্রধান সড়কে প্রদÿিণ করে।

ফরিদপুর পথ সভায় বক্তব্য দেন, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির, পৌর আওয়ামীলীগ সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক আলী এহসান জন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমুখ।

গণ সংযোগ ও মোটর সাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, মুলগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হয়রত আলী, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খায়রুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সোবাহান আলী, হুমায়ন কবীর, যুবলীগ নেতা দুলাল হোসেন বাবু, ফারুক ফয়সাল, মূলগ্রাম ইউনি আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সেলিম হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন, ছাত্রনেতা মেহেদী হাসান হিমু, দেওয়ান শিহাব উদ্দিন প্রমুখ। এসময় আওয়ামীলীগ তার অঙ্গ সংগঠন, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ নৌকার সমর্থকরা উপস্থিত ছিলেন।

নৌকা প্রর্তীকে এমপি মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান আতিক এসময়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্থানে মানুষের সাথে নৌকা পÿে ভোট চান এবং কুশল বিনিময় করেন। তিনি বলেন, নৌকা উন্নয়নের প্রর্তীক। আপনারা নৌকা প্রর্তীকে আবারো ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করবেন। শিÿা, স্বাস্থ্য ও কৃষি ÿেত্রে দেশ আজ অনেক উন্নয়ন হয়েছে। দেশকে উন্নয়নে ও ডিজিটাল গড়তে সরকার অঙ্গিকার বদ্ধ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap