মিজান তানজিল, পাবনা: পাবনা পৌর এলাকার সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে অন্যান্যেও মধ্যে জেলা শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, পাবনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক,ম্যানেজিং কমিটির সহ সভাপতি বিদ্যুৎসাহী হাবিবুর রহমান স্বপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রোজিনা আক্তার সহ সকল শিক্ষক –শিÿার্থীবৃন্দ। পরে বিজয়ী প্রতিযেগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।