পাবনা প্রতিনিধি : শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলে ২১ ফেব্র“য়ারি রাত ১২.০১ মিনিটে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সামনে থেকে র্যাল বের করে পাবনার কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহিদ মিনারের পাদ দেশে পু®পমাল্য অপর্ণ করা হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক জোড় বাংলা সম্পাদক আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক শহিদুর রহমান, কল্যাণ সম্পাদক দৈনিক সিনসা সম্পাদক এস.এম.মাহবুব আলম, সাংস্কৃতিক সম্পাদক বার্তা সংস্থা আইএনএস এর প্রধান সম্পাদক হাসান আলী, কার্যকরী সদস্য দৈনিক সমকার জেলা প্রতিনিধি এবিএম ফজলুর রহমান, সদস্য এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস, সদস্য বার্তা সংস্থা ইউএনএস এর বার্তা সম্পাদক এস. পারভেজ প্রমুখ।