শিরোনামঃ

আজ শুক্রবার / ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ / বসন্তকাল / ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ / ১৯শে রমজান ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৫:৫৯

পাবনা দাশুড়িয়ায় জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ ও সংগীতানুষ্ঠান

মিজান তানজিল, পাবনা: পাবনায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমূহের ব্র্যান্ডিং,স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, ভিশন-২০২১, এসডিজি,জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্য সমূহ বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষে বিশেষ প্রচার ও উদ্বুদ্ধকরণের অংশ হিসাবে মহিলা সমাবেশ ও সংগীতানুষ্ঠান অনষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে পাবনা ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ৩৩নং মাড়মী সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাবনা জেলা তথ্য অফিসার ফরহাদ হোসেন’র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান, ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার,

দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, সহকারি জেলা তথ্য অফিসার আব্দুল আউয়াল, প্রতিষ্ঠানের প্রধান শিÿক ময়েন উদ্দিন, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন খান, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ইয়াকুব আলী, অভিভাবক জান্নœাতুল ফেরদৌস, ফারহানা খাতুন, বুলবুলি খাতুন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ। পরে অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap