মিজান তানজিল, পাবনা : পাবনায় ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলÿে ২দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনার আয়োজনে ২দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপরিচালকের কার্যালয়,
মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অ:দা:) মোসা:কানিজ আইরিন জাহান,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা,জাতীয় মহিলা সংস্থার সদস্য নিহার আফরোজ জলি,ডে-কেয়ার অফিসার আরিফা সুলতানা,শামিমা শিরিন,ওসিসি’র আইন বিষয়ক কর্মকর্তা সহ মহলিা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।