মিজান তানজিল, পাবনা : পাবনায় ১২৯ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২৩ ল ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। বৃহস্পতিবার সকালে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় পাবনার আয়োজনে উক্ত অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল অনুদানের চেক বিতরণ করেন তিনি।
এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,পাবনার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোসা: কানিজ আইরিন জাহান’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সালমা খাতুন,
সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জাতীয় মহিলা সংস্থা,পাবনার চেয়ারম্যান নাদিয়া ইয়াসমিন জলি, পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নেহার আফরোজ জলিসহ জেলার সকল উপজেলার স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভানেত্রী ও সম্পাদিকাবৃন্দ। অনুষ্ঠানে পাবনা সদর উপজেলার ৬৬ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ১২,৮৫,০০০/- টাকা ও
ঈশ্বরদী,সাঁথিয়া,বেড়া,সুজানগর,আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলায় মোট ৫৬ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ৯,৮০,০০০/- টাকা এবং স্বেচ্ছাধীন অনুদানপ্রাপ্ত ৫ টি সমিতির মাঝে ১০,০০০ করে ৫০,০০০/- টাকা, বিশেষ অনুদানপ্রাপ্ত দুটি সমিতির মাঝে ৪০,০০০ করে ৮০,০০০/- টাকা প্রদান সহ জেলায় সর্বমোট ১২৯ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২৩ ল টাকার অনুদানে চেক দেয়া হয়।