আজ [bangla_day] / [bangla_date] / [bangla_season] / [english_date] / [hijri_date] / এখন সময় [bangla_time]

পাবনায় শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ অনুষ্ঠিত

মিজান তানজিল, পাবনা: ‘‘গড়বে শিশুর ভবিষ্যৎ ,স্কুল হবে নিরাপদ’’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আমার কথা শোন শিরোনামে বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন,শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পাবনা জিসিআই স্কুলের হলরুমে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির পাবনার উদ্যোগে উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান শিÿক আব্দুল করিম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক( শিÿা ও আইসিটি) শাহেদ পারভেদ, পাবনা

সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান,বাংলাদেশ শিশু একাডেমির জেলা কর্মকর্তা মতিউর রহমান প্রমুখ।
এসময় বিভিন্ন স্কুলের শিÿক-শিÿার্থী উপস্থিত ছিলেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*